শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর ভাবে গড়ে তুলতে এগিয়ে এলো দাসপুরের এক সমবায় সমিতি। আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে একেবারে জেলাশাসক ডঃ রশ্মি কমলের হস্তে সেই সমবায় সমিতির কক্ষে উদ্বোধন হয়ে দুটি বড় প্রকল্প।জানা গেছে, দাসপুর-২ ব্লকের চকসুলতান মেহনতি কিষাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যবস্থাপনায় ঐ দুটি প্রকল্পের উদ্বোধন হয়।সমবায় সভাপতি বিপিনবিহারী প্রামানিক বলেন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমিতির নিজস্ব তহবিল ও সরকারি সহায়তায় মোট ৩০ লক্ষ টাকা খরচে এসএইচজি ট্রেনিং সেন্টার সাথে একটি সুলভ পানীয় জল প্রকল্পের অত্যাধুনিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ছাড়াও এআরসিএস পশ্চিম মেদিনীপুর রেঞ্জ অফিসার সজলকান্তি রায়,দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু,দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশিস হুতাইত, দাসপুর ২ সমবায় পরিদর্শক কার্তিক সামন্ত,তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক ম্যানেজার সহ উপস্থিত ছিলেন অনেকেই।