সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: বালি খাদান বৈধ মানেই সমস্ত নদীর গতি পথের যত্রতত্র থেকে বালি তোলা যাবে এমনটা নয়। বালির খাদান সরকার অনুমোদিত হলেও তার একটা নির্দিষ্ট চৌহদ্দি আছে। বারে বারে সে চৌহদ্দি নির্দিষ্ট করে দেওয়া হলেও কেউ বা কারা সেই সীমানার নির্দিষ্ট দাগ মুছে ফেলে। এলাকাবাসীর অভিযোগ তো আছেই তাছাড়া খাদানের বাইরে গিয়েও বালি তোলার একাধিক ঘটনা প্রশাসনেরও নজরেও ছিল,জানাচ্ছেন দাসপুর-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক কৌশিক সামন্ত। এবার নড়েচড়ে বসেছে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জেলার পাশাপাশি ঘাটালের দাসপুরের যে সরকার অনুমোদিত বালি খাদান তার চৌহদ্দি ঘিরে দিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ১৬ নভেম্বর মঙ্গলবার দাসপুরের-১ ব্লকের কাঁসাইয়ের উপর গোকুলনগরে যে একমাত্র বৈধ বালি খাদান তার সীমানার চারদিকে পিলার দেওয়া হল। ব্লক ভূমি সংস্কার দপ্তরের তরফে আশিস বিশ্বাস জানান,এর আগেও এই খাদান ডিমার্কেশান বা চৌহদ্দি নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল,কিন্তু সে সীমানার চিহ্ন কেউ বা কারা মুছে ফেলে তাই আবার এই ডিমার্কেশান।