কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বন্যায় গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল, দেখলে চমকে উঠবেন। বন্যার জল কমলেও দুর্ভোগ কমেনি ঘাটাল ব্লকের মনশুকা সহ কয়েকটি গ্রামের। বন্যার জল কমতেই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কঙ্কালসার চেহারার ছবি উঠে এসেছে। রাস্তার অবস্থা এতটাই বেহাল হয়ে উঠেছে যে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে উঠেছে বলে জানাচ্ছেন গ্রামের মানুষজন। বন্ধ হয়েছে বাস চলাচল ও পণ্যবাহী গাড়ির যাতায়াত। ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্য পথ চলতি মানুষদের। ঘাটাল ব্লকের মনশুকা গ্রাম পঞ্চায়েতের পালপুকুর থেকে মনশুকা পর্যন্ত ৫ কিলোমিটার গ্রামীণ সড়ক যোজনার এখন বেহাল দশা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনসুকা এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে সে নির্মাণ কাজের গাফিলতির ফলে এইবারে বন্যায় রাস্তাঘাটের বেশি ক্ষতি হয়েছে। কয়েকদিন পরেই পুজো, পুজোর আগে তাদের যাতায়াতের রাস্তা মেরামত হোক এমনটাই চাইছেন পথ চলতি মানুষ থেকে এলাকার বাসিন্দারা। এ বিষয়ে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান মিলন পত্র বলেন, রাস্তা মেরামতের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।