চিত্তরঞ্জন পাঁজা:এক ‘অভিজ্ঞ’ সাইকেল চোরকে হাতে নাতে ধরল স্থানীয় বাসিন্দারা। আজ ২৪ সেপ্টেম্বর দুপুরে দাসপুর থানার বেলিয়াঘাটাতে তাকে ধরা হয়। যুবকটির নাম নিতাই মণ্ডল। বাড়ি ঘাটাল থানার চাউলি সিংহপুরে। তাকে হাতেনাতে ধরার পর একটি মন্দিরের খুঁটিতে বেঁধে রেখে গণ ধোলাই দিয়ে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ নিতাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছে প্রত্যেকটি চুরিই সে অত্যন্ত সুকৌশলে করে থাকে। সাইকেল চুরির জন্য নিতাই তার সাগরেদদের নিয়ে সাইকেলে করেই গ্রাম-গঞ্জের রাস্তা চষে বেড়ায়। এদিন দুপুরে বেলিয়াঘাটার বাসিন্দা সন্ন্যাসী মাখালের দুয়ারে সন্ন্যাসীবাবুর সাইকেলটি রাখা ছিল। নিতাই তার সাইকেলটিকে দূরে রেখে দিয়ে সন্ন্যাসীবাবুর দুয়ার থেকে সাইকেলটি নিয়ে নামার সময় শব্দ হয়। তখনই সন্ন্যাসীবাবুর বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে দেখেন নিতাই সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করে ধরে ফেলা হয় নিতাইকে। তারপর বেলিয়াঘাটার মন্দিরের আটচালায় তাকে বেঁধে মারধর দিয়ে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।ধৃত নিতাই স্বীকার করেছে সাইকেল চুরিই তার পেশা। এর আগেও সে বেলিয়াঘাটা থেকে বেশ কয়েকটি সাইকেল চুরি করেছে। ঘাটাল শহরের একটি টিউটোরিয়াল হোম থেকেও সে প্রায়ই সাইকেল চুরি করে। •ছবিটি প্রতীকী।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।