মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল শহরে এই ধরনের দামি সাইকেল চুরির প্রবণতা [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দিন-দিন বাড়ছে। ফলে উদ্বিগ্ন শহরবাসী। ছবিতে যে ছাত্রটিকে দেখা যাচ্ছে ওর নাম অর্ণব দাস। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ে। ২৮ এপ্রিল(২০২৩) রাতে কুশপাতার বারোহাত কালী মন্দিরের সামনে এক শিক্ষকের বাড়িতে টিউশনি পড়তে গিয়েছিল। অর্ণবের মা অন্নপূর্ণা দাস ঘটনার ব্যাখ্যা করে বলেন, স্যারের বাড়িতে পড়তে ঢোকার আগে সাইকেলটি বাইরে রেখে আমার ছেলে তিন-তিনটি চাবি দিয়ে রেখেছিল। তা সত্ত্বেও এতো জনবহুল এলাকায় সেই চাবিগুলি ভেঙে সেখান থেকেই ওই সাইকেলটি চুরি হয়েছে। রাতেই আমার ছেলে কেঁদে-কেঁদে আমাকে ফোন করে সাইকেল চুরির ঘটনাটি জানায়। কয়েক সপ্তাহ আগে কুশপাতার বাসিন্দা তথা অর্ণবের সহপাঠী রিয়ন জানা, রুপর্ণা মাজি সহ কয়েক জনের সাইকেল চুরি যায়। রিয়নের বাবা কমলকান্ত জানা বলেন, ধারাবাহিক ভাবে সাইকেল চুরির বিষয়টি নিয়ে আমরা উদ্বেগে রয়েছি।
এই ধরনের সাইকেলগুলো সাধারণ ছাত্রছাত্রী বা কম বয়সের ছেলে-মেয়েরা ব্যবহার করে। সাইকেলকে সঠিক জায়গায় স্যান্ড করে রাখা নিয়ে তারা যথেষ্ট সচেতন। প্রত্যেক ক্ষেত্রেই চাবি দিয়ে রাখে। তবুও একের পর এক সাইকেল চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ আছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ঘাটাল কলেজের পশ্চিম দিকের দোকান চত্বরগুলি থেকে সবচাইতে বেশি সাইকেল চুরি হয়। এছাড়াও ঘাটাল টাউন হলের সামনে থেকেই বেশ কয়েকটি সাইকেল চুরি গিয়েছে।
ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, গত রাতের সাইকেল চুরির অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ হলে পুলিশ তদন্ত শুরু করবে। এদিকে যাদের সাইকেল চুরি হচ্ছে তাদের অভিমত, অভিযোগ করলেও সাইকেল চুরি নিয়ে সেভাবে পুলিশ তদন্ত করে না। তাই সাইকেল চুরির অধিকাংশ অভিযোগই থানা পর্যন্ত পৌঁছায় না।