এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মাংরুল বিশ্বেশ্বর হাইস্কুলে

Published on: August 22, 2023 । 5:03 PM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মাংরুল বিশ্বেস্বর উচ্চ বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হল। আজ ২২ আগস্ট মঙ্গলবার শিবিরটির আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হল শিশু পাচার, বাল্য বিবাহ রোধ এবং বাল্যবিবাহের আইনি বৈধতা। কীভাবে শিশু পাচারের হাত থেকে আমাদের বাঁচতে হবে এবং সেজন্য আমাদেরকে কতটা সচেতন থাকতে হবে তা নিয়ে আলোচনা করা হয় এই শিবিরে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ। তিনি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন পাচারের বিভিন্ন কৌশল এবং সেগুলি সম্পর্কে বিশদে বর্ণনাও করেন। এছাড়াও তিনি নাবালিকা মেয়েদের বিয়ে রোধ করা ও পকসো আইনের বিভিন্ন দিক তুলে ধরেন ছাত্রছাত্রীদের সামনে। আজকের শিবিরে সিনিয়র আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা বলেন, মন্দিরে সিঁদুর দানের মাধ্যমে বিয়ের কোনও আইনি বৈধতা নেই। দশ টাকার স্ট্যাম্প পেপারে লেখালেখি করে নিলেই সেটিকে বিয়ে বলে গ্ৰাহ্য করা হবে না। তাই নিয়ম মেনে রেজিস্ট্রি করা আবশ্যক। সভায় বক্তারা সকলের জন্য ন্যায় বিচারের জন্য মানবাধিকার কমিশনের গুরুত্বের ওপরও জোর দেন। এছাড়াও ন্যায় বিচার পাওয়ার জন্য কীভাবে বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়া যায় তা ব্যাখ্যা করেন। শিশুদের সুরক্ষার জন্য প্রতিটি থানায় এএসআই এর সাথে যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দেন। আজকের শিবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে দুটি আইনের বইও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দিব্যেন্দু নাথ ও সিনিয়র আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা ছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ স্বপন ভট্টাচার্য, ডাঃ স্বদেশরঞ্জন ঘোষ প্রমুখ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now