এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের মিলন কাপের শুভ সূচনা করলেন দাসপুরের বিধায়ক

Published on: January 11, 2020 । 1:35 PM

আমরা সবাই ক্লাবের পরিচালনায় দু’দিন ব্যাপি আট দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হল দাসপুর ২ নম্বর ব্লকের সিংহচকে। আজ ১১ জানুয়ারি মিলন কাপ নাম দিয়ে এই টুর্নামেন্টের শুভ সূচনা হল ওই সিংহচক গ্রামের সিংহচক পূর্বপাড়া মিলন ময়দানে। আমরা সবাই ক্লাবের এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন দাসপুর বিধান সভার বিধায়ক মময়া ভুঁইঞা,দাসপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন দত্ত প্রমুখ। ক্লাবের পক্ষে অনুপম মাজী জানিয়েছেন,তাঁদের আয়োজনে এই খেলায় জেলা ও জেলার বাইরের তাঁবড় দল হাজির হয়েছে। এবারের টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই চ্যাম্পিয়ন টিম পাওয়া যাবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now