এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরে সিপিএম থেকে তৃণমূলে যোগদান

Published on: July 10, 2020 । 10:01 PM

তৃপ্তি পাল কর্মকার: আজ ১০ জুলাই শুক্রবার দাসপুর-২ ব্লকের ফরিদপুরে ৪০ জন সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন। দাসপুর-২ ব্লক সভাপতি আশিস হুদাইদের উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগদান করেন বলে জানা গিয়েছে। এছাড়াও ওই যোগদানপর্বে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জিতেন নায়েক, কল্পনা শাসমল, রুমা রাজপণ্ডিত, তপন সাউ, মনোরঞ্জন সাউ, বিশ্বরঞ্জন বেরা সহ অনেকেই। যাঁরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাঁরা বলেন, বর্তমানে এই বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। তৃণমূল ছাড়া উন্নয়ন নিয়ে কেউ ভাবে না। বাকিরা শুধুই দলবাজি করে। সাধারণ মানুষের কথা ভাবেন না। সেজন্যই আমরা তৃণমূলে যোগদান করলাম। এদিকে সিপিএম নেতা স্বপন সাঁতরা বলেন, আমাদের দল থেকে কোনও নেতা বা কর্মী তৃণমূলে যোগদান করেননি। যদি কোনও দল তা বলে থাকে তাহলে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now