এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় পালিত হল বামপন্থী নেতা মুজাফফর আহমেদের জন্মদিন

Published on: August 5, 2020 । 7:16 PM

অরুণাভ বেরা: বুধবার ৫ আগস্ট ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ মুজাফফর আহমেদের ১৩২ তম জন্মদিন ঘাটালের বিভিন্ন প্রান্তে সিপিআইএম পালন করল। ঘাটালের সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনে পতাকা উত্তোলনের মাধ্যমে কমিউনিস্ট আন্দোলনের এই সংগঠকের জন্মদিন পালন করা হল। উপস্থিত ছিলেন পার্টির নেতা অশোক সাঁতরা, সুবোধ রায়, উত্তম মন্ডল সহ অন্যান্যরা। আগামী দিনে কমিউনিস্ট আন্দোলন মুজাফফর আহমেদ তথা কাকাবাবুর আদর্শে অনুপ্রাণিত হবে বলে অঙ্গীকার করেন পার্টির নেতা এবং কর্মীরা। অন্যদিকে দাসপুর-১ ব্লকের চকবোয়ালিয়া সিপিএম শাখার পক্ষ থেকেও মুজফর আহমেদের জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন যতন দোলই, গৌরাঙ্গ মাহাত, কালীপদ মাহাত, রঞ্জিত পোড়া, সুমিত দোলই, অশ্বিনী মাহাত, বিজয় মাহাত, পাঁচু দোলই প্রমুখ। •মহকুমার বিভিন্ন প্রান্তের ছবিগুলি পাঠিয়েছেন সাংবাদিক ইন্দ্রজিৎ মিশ্র ও অরুণাভ বেরা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now