সন্তু বেরা,দাসপুরঃদেশের নয়া কৃষি আইন বাতিলের প্রতিবাদের দিল্লির রাজ পথে আন্দোলনরত দেশের লক্ষ্যাধিক কৃষক। সেই কৃষকদের উপর অমানবিক অত্যাচার শুরু করেছে দেশের বিজেপি সরকার,অভিযোগ সিপিএমের। এরই প্রতিবাদে আজ ৬ ই ফেব্রুয়ারি শনিবারের দুপুর ২টা থেকে ঘাটাল মহকুমার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়ক ঘাটাল পাঁশকুড়া সড়কের বকুলতলায় অবরোধ শুরু করর দাসপুরের সিপিএমের কর্মী সমর্থকরা।
জানাগেছে শুধু দাসপুরের বকুলতলা নয় ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বামেদের কৃষকসভার উদ্যোগে এই অবরোধ চলে। দাসপুরের বকুলতলায় অবরোধ তুলতে দাসপুর পুলিশের বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। ততক্ষণে সড়ক জুড়ে কয়েকশো বাস,প্রাইভেট কার, মালগাড়ির সারি দাঁড়িয়ে যায়। প্রায় বিকেল ৪টা নাগাদ অবরোধ ওঠে।