নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: একই গ্রামে একাধিক গরু চুরি ঘিরে চাঞ্চল্য দাসপুর থানার গুড়লী গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, একই রাতে গ্রামের বিভিন্ন পরিবারের মোট পাঁচটি গরু চুরি গেছে। ইতি মধ্যেই বিষয়টি নিয়ে তাঁরা দাসপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যেতে গুড়লী গ্রামের বাসিন্দা ষাটোর্ধ নিকুঞ্জ জানা জানান,তাঁর দুটি গরু ছিল। আজ সকালে দেখেন গোয়ালের চাবি ভাঙা,নেই একটিও গরু। দড়ি কেটে কেউ বা কারা নিয়ে গেছে দুটি গরুই। অন্যদিকে গুড়লী গ্রামেরই অপর এক বাসিন্দা কাননবালা পাত্র জানান,আজ মঙ্গলবারের সকালে তিনিও দেখেন তাঁর গোয়ালের দুটি গরু চুরি গেছে। অন্যদিকে গ্রামের গুনধর সামন্তের বাড়ি থেকেও একটি গরু রাতের অন্ধকারে চুরি গেছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। একই রাতে এভাবে গ্রামের মধ্যে একাধিক পরিবারের পাঁচটি গরু যাদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে চুরি যাওয়ায় স্বভাবতই রাতের অন্ধকারে গ্রামবাসীরা তাঁদের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তুলেছেন।