দেবাশিস কর্মকার, ঘাটাল: সারা দেশের সঙ্গে ঘাটাল মহকুমার বিভিন্ন হাসপাতাল থেকে ১৫ জুলাই ২০২২ থেকে ১৮ বছর ঊর্ধ্ব সবাইকে নিখরচায় করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন। ঘাটাল ব্লকের বীরসিংহ হাসপাতাল, নতুক ও খাসবাড় হাসপাতালে কোভিশিল্ড বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এই মুহূর্তের স্টক অনুযায়ী মোট ন’হাজার জনকে বুস্টার ডোজ দেওয়া যাবে। পরে আরও আসবে। দাসপুর-১ ব্লকের দাসপুর গ্রামীণ হাসপাতাল, নাড়াজোল, মকরামপুর এবং সেকেন্দারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থেকে ওই কোভিশিল্ড বুস্টার ডোজ দেওয়া হবে। স্টক তিন হাজার জনের। দাসপুর-২ ব্লকের সোনাখালি, খুকুড়দহ, চাঁইপাট, নিশ্চিন্তপুর। স্টক কোভিশিল্ড ১৫৪০ জনের, কোভ্যাকসিন ৪০ জনের এবং কোরবিই ২৫০ জনের। চন্দ্রকোণা-১ ব্লকে সবই কোভিশিল্ড। ক্ষীরপাই হাসপাতালে ৫০০ জনের, রামজীবনপুরে ২৫০ জনের, মাংরুলে ২৫০ জনের এবং ডিঙাল ২৫০ জনের স্টক রয়েছে। চন্দ্রকোণা-২ ব্লকে চন্দ্রকোনা রুর্যাল হসপিটাল। ৩০০ ডোজ কোভিশিল্ড।
•আগে থেকে নাম এন্ট্রি করার দরকার নেই। স্টক থাকা কালীন সবাই ওই ভ্যাকসিন পাবেন।