আশিস সামন্ত[অতিথি প্রতিবেদক•স্থানীয় সংবাদ, ঘাটাল]: প্রতিদিন আমরা অনেককে হারাচ্ছি। চারিদিকে হতাশার ছবি। তবু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখুন।গত লেখায় ভ্যাকসিন উৎপাদনের যে হিসাব টা আমি দিয়েছিলাম সেটা ছিল আমার ব্যক্তিগত হিসাব। এবার সরকারী সূত্রে হিসাব টা জানানো হয়েছে। সরকার ডিসেম্বর এর মধ্যে ৯৫ কোটি ১৮+ ভারতীয়ের ভ্যাকসিনেশন সম্পূর্ণ করতে আশাবাদী।
সরকার যে হিসেব দিয়েছে:
মে মাসে – ৮.৫ কোটি
জুন মাসে – ১০ কোটি
জুলাই মাসে – ১৫ কোটি
আগস্ট মাসে – ৩৬ কোটি
সেপ্টেম্বর মাসে – ৫০ কোটি
অক্টোবর মাসে – ৫৬ কোটি
নভেম্বর মাসে – ৫৯ কোটি
ডিসেম্বর মাসে – ৬৫ কোটি
মোট প্রায় ৩০০ কোটি। আমি বিশদ তথ্যে যাচ্ছি না। এটা পরিবর্তন হতে পারে কিন্তু এটার থেকে কম হবে না। এমনকি এই হিসাবে Dr রেড্ডি, শিল্পা, গ্লান্ড ফার্মা, Biological E প্রভৃতি যেসব কোম্পানী করোনার ভ্যাকসিন তৈরী শুরু করতে চলেছে তাদের হিসাব ও ধরা হয় নি।
এখনও পর্যন্ত সংক্রামণের এবং ভ্যাকসিনের যা গতি তাতে আমার ব্যক্তিগত মত পূজার আগেই করোনা পিছু হটবে। আগামীর চিন্তা শুরু করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। সুষম খাওয়ার খান। শারীরিক পরিশ্রম বাড়ান। ভালো থাকুন। সুস্থ থাকুন।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal