মন্দিরা মাজি ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনার ভ্যাকসিন নেওয়ার পরই মৃত্যু হল দাসপুর থানার চাঁইপাট ফরিদপুরের বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক(৫০)। কর্মসূত্রে তিনি সেকেন্দ্রাবাদে থাকতেন। পেশায় স্বর্ণশিল্পী ছিলেন ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল তাঁকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তিনি নানা রকম শারীরিক কষ্ট অনুভব করেন এবং শ্বাসকষ্ট দেখা দেয়। বাড়ির লোককে পুরো বিষয়টি জানান তিনি। বাড়ির লোকের পরামর্শ অনুযায়ী স্থানীয় এক হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা করান। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় সেখান থেকে তাঁকে সেকেন্দ্রাবাদ গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল ১৮ এপ্রিল রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না করার ফলেই ওই ব্যক্তি মারা গিয়েছেন। কিন্তু ডাক্তাররা এটিকে করোনায় মৃত্যু বলে চালিয়ে দিয়েছেন। মৃতের মেয়ে সুস্মিতা সামন্ত জানিয়েছেন, তাঁর বাবার হাই প্রেসার, কোলেস্টেরল ও এলার্জি ছিল। আর ডাক্তাররা কোনো কিছু টেস্ট না করেই ভ্যাকসিন প্রয়োগ করেছিলেন। যার ফলে তাঁর শরীরে নানা অসুবিধা হয় এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান।
‘স্থানীয় সংবাদ’(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।