মনসারাম কর: দেশ ও রাজ্যের সাথে ঘাটাল মহকুমাতেও করোনা সংক্রমণ পুণরায় উর্দ্ধমুখী। স্বভাবতই উদ্বিগ্ন সকলেই। চিন্তার ভাঁজ প্রশাসনিক মহলেও। ইতি মধ্যেই সংক্রমণ রুখতে ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও, ডেপুটি মেজিস্ট্রেট সহ বিভিন্ন স্তরের প্রাশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন ঘাটালের মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায়। বৈঠকে ঠিক হয়েছে ব্লক ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ শাখা স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমেও দ্রূত ভ্যাকসিন প্রয়োগ করা এবং সংক্রমণ থেকে দূরে থাকতে করণীয় বিষয় মাইক প্রচারের মাধ্যমে সকলকে জানানো। সেই মত মহকুমা জুড়ে চলছে সচেতন থাকার মাইক প্রচার। একই সাথে করোনা টেস্টের সংখ্যা বাড়ানোতেও জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন