এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২৩ আগস্ট ২০২০

Published on: August 23, 2020 । 11:16 PM

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২৩ আগস্ট ২০২০
•লালা রস নেওয়া হয়েছিল: ২১ আগস্ট ২০২০ •রিপোর্ট এসেছে: ২৩ আগস্ট ২০২০
•ঘাটাল মহকুমায় নতুন সংক্রমিত হয়েছেন=১৪জন •জেলায়(ঘাটাল সহ) মোট=৭৫জন
•অ্যান্টিজেন টেস্টে নতুন সংক্রমিত=(আজ রিপোর্ট আসেনি) •জেলায়(ঘাটাল সহ) মোট= (আজ রিপোর্ট আসেনি)
•রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=০৩জন •জেলায়(ঘাটাল সহ)মোট=০৮জন
ঘাটাল মহকুমা হাসপাতাল:   মোট:১০ জন। # ঘাটালের কৃষ্ণনগরের বেরাদের চারজন(পুরুষ/৩৯, মহিলা/২৯,মহিলা/৪২, মহিলা/২২), কৃষ্ণনগরের হাজরাদের(মহিলা/৫০), রামজীবনপুর ৩ নম্বর ওয়ার্ড রামেশ্বরপুরের আলিদের একজন(পুরুষ/৪১), ঘাটালের গোবিন্দপুরের পালেদের দুজন(মহিলা/৩৫, বালক/১২), ঘাটাল থানার মহিলা একজন, ঘাটাল থানার পুলিশ স্টাফের ৯ মাসের বাচ্চা একজন।
দাসপুর গ্রামীণ হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই। 
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র:
মোট:০২ জন। #নবীন শিমুলিয়ার সেনাপতিদের (পুরুষ/৪০), আরিট প্রধানদের (পুরুষ/৩০)। 
বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতাল:
 মোট:০২ জন। #পাঁচমাড়ো প্রতাপপুরের জানাদের দুজন(মহিলা/৫৭, পুরুষ/৩৯)  
ক্ষীরপাই হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।  
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]: •আজ আমাদের ’স্থানীয় সংবাদ’-এর দপ্তরে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এই রিপোর্ট সব দিন আসে না। এলে এখানে যোগ করে দেওয়া হবে। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। রিফ্রেস করলে যদি ওই রিপোর্ট আসে সেটা পেয়ে যাবেন এবং আজকে প্রকাশিত রিপোর্টের নতুন সংশোধন থাকলে সেটাও পেয়ে যাবেন।
রিপিট টেস্ট:
•মোট:০৩জন। •শালবনী:•দাসপুরের ভুতার দে’দের(পুরুষ/৪৪), দাসপুর নুনেগেদিয়া শেখেদের একজন(মহিলা/২৫),শিবপুরের ঘাঁটিদের (পুরুষ/৪৪)।
আয়ুস: নেই[শালবনী ও আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।]
‘স্থানীয় সংবাদ’
(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now