ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২২ আগস্ট ২০২০

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২২ আগস্ট ২০২০
•লালা রস নেওয়া হয়েছিল: ২০ আগস্ট ২০২০ •রিপোর্ট এসেছে: ২২ আগস্ট ২০২০
•ঘাটাল মহকুমায় নতুন সংক্রমিত হয়েছেন=১২জন •জেলায়(ঘাটাল সহ) মোট=৭৯জন
•অ্যান্টিজেন্ট টেস্টে নতুন সংক্রমিত=(আজ রিপোর্ট আসেনি) •জেলায়(ঘাটাল সহ) মোট= (আজ রিপোর্ট আসেনি)
•রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=১৬জন •জেলায়(ঘাটাল সহ)মোট=৫৪জন
ঘাটাল মহকুমা হাসপাতাল: মোট:৩ জন। •সড়বেড়িয়া সালামপুরের পালেদের (পুরুষ/৫৭), রথিপুর শিবপুরের রায়েদের (মহিলা/৪৪) রাজনগরের দোলইদের(মহিলা/৬৫)।
দাসপুর গ্রামীণ হাসপাতাল:
মোট:৯ জন। •দাসপুরে লাওদার দাসেদের একজন(পুরুষ/৪৬), ডিহিবলিহারপুরের মাণ্ডিদের তিনজন(মহিলা/৪০, মহিলা/২০, বালিকা/৪), ডিহিবলিহারপুর মূলাদের দুজন(মহিলা/২০, যুবক/১৯), বকুলতলার রামেদের একজন(পুরুষ/২২), বকুলতলার কুমারদের(পুরুষ/২৩), বকুলতলার যাদবদের(পুরুষ/৪০)।[শেষের তিন জন ঠিকাদার সংস্থার কর্মী বলে জানা গিয়েছে]
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র:
ঘাটাল মহকুমার কেউ নেই।
বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।
ক্ষীরপাই হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]: •আজ আমাদের ’স্থানীয় সংবাদ’-এর দপ্তরে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এই রিপোর্ট সব দিন আসে না। এলে এখানে যোগ করে দেওয়া হবে। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। রিফ্রেস করলে যদি ওই রিপোর্ট আসে সেটা পেয়ে যাবেন এবং আজকে প্রকাশিত রিপোর্টের নতুন সংশোধন থাকলে সেটাও পেয়ে যাবেন।
রিপিট টেস্ট:
•মোট:১৬জন। •শালবনী:ঘাটাল থানার চারজন, চন্দ্রকোণার রাউতদের একজন(পুরুষ/৫৯), দাসপুরের পোদ্দারদের একজন(পুরুষ/৩৭), দাসপুরের ভুতার মান্নাদের(পুরুষ/৪৭)।
আয়ুস: দাসপুরের চককৃষ্ণবাটির ডাবদের(মহিলা/৩৬), চককৃষ্ণবাটির চক্রবর্তীদের(মহিলা/৪৯), শয়লার দাসেদের (পুরুষ/৬০), দাসপুরের দণ্ডপাটদের (পুরুষ/৩১), চন্দ্রকোণার কল্লার শেখদের(মহিলা/৪৭), দাসপুরের বড়শিমুলিয়ার ভুইঞাদের (মহিলা/৩২) কালিচপুর(Kalichpur)মণ্ডলদের(পুরুষ/৬৭), দাসপুরের কল্যাণপুরের দোলইদের(পুরুষ/৩০), উত্তর গোবিন্দনগরের ধাড়াদের(পুরুষ/৩১)।।[শালবনী ও আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।]
‘স্থানীয় সংবাদ’
(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!