•ঘাটাল মহকুমায় নতুন সংক্রমিত হয়েছেন=১০জন | •জেলায়(ঘাটাল সহ)মোট=১৩৩জন |
•অ্যান্টিজেন্ট টেস্টে নতুন সংক্রমিত=?? জন | •জেলায়(ঘাটাল সহ)মোট= ?? জন |
•রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=০৯জন | •জেলায়(ঘাটাল সহ)মোট=১৫জন |
•লালা রস নেওয়া হয়েছিল: ১৮আগস্ট ২০২০ •রিপোর্ট এসেছে: ২০আগস্ট ২০২০ |
লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
ঘাটাল মহকুমা হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
দাসপুর হাসপাতাল | •মোট:৫ জন। •বেলিয়াঘাটার মান্নাদের একজন(মহিলা/৫৬), শ্যামসুন্দরপুরের খাঁড়া(পুরুষ/৫৫), বালিতোড়ার সামন্তদের(পুরুষ/৫৮), দাসপুরের করণদের (মহিলা/৪০) জ্যোৎশ্যামের সামন্তদের(পুরুষ/৫৯)। |
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
বীরসিংহ হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
ক্ষীরপাই হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল | •মোট:৫জন। •চন্দ্রকোণার রঘুনাথপুরের দত্তদের পাঁচ জন(মহিলা/৫৭, মহিলা/৭৫, মহিলা/৬২, মহিলা/৩০, পুরুষ/৩৯)। |
অ্যান্টিজেন [সঙ্গে সঙ্গে রিপোর্ট] |
•আজ আমাদের কাছে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এলে এখানে যোগ করে দেব। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। তাছাড়াও আজকের রিপোর্টে কোনও আপডেট থাকলে রিফ্রেস করলে সেটা পেয়ে যাবেন। |
রিপিট টেস্ট | •মোট:৯ জন। •ঘাটাল থানার একজন, বেলসরের মণ্ডলদের(মহিলা/৮৪), বেলসরের বেরাদের(মহিলা/৪৪), দন্দিপুরের খানেদের(পুরুষ/২৫), কৃষ্ণনগরের পালেদের(পুরুষ/১৮), দাসপুরের নিশ্চিন্তপুরেরপোড়িয়াদের (পুরুষ/৪৯), চককৃষ্ণবাটি ভট্টাচার্যদের(পুরুষ/৫২), বেলসরের মণ্ডল(পুরুষ/৬৩), বেলসরের মণ্ডলদের(পুরুষ/৫২) [শালবনী হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়। |
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |