ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৭আগস্ট ২০২০

ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ২৮জন রিপিট:৫জন
[লালা রস নেওয়া হয়েছিল: ১৫আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৭আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]
•দাসপুরের সাগরপুরের হাইতদের একজন(পুরুষ/৪৬), নবীন সিমলা পাত্রদের(পুরুষ/৩৩), সাগরপুর ভুঁইঞাদের একজন(পুরষ/৩০), ঘনশ্যামবাটীর শেখেদের একজন(পুরুষ/৪৩), ঘাটালের মনোহরপুরের ধাড়াদের একজন(পুরুষ/৪৫), দাসপুরের সৌলানের দাসঠাকুরদের একজন(যুবক/১৮), দাসপুর হাসপাতালের একজন চিকিৎসক(পুরুষ/৩৪), রাজনগরের ঘোষেদের একজন(পুরুষ/৫০), ঘাটালের খাসবাড়ের মল্লিকদের(পুরুষ/৫০), শিবপুর রথিপুরের ঘাঁটিদের একজন(মহিলা/৬৫), চন্দ্রকোণার আগরপাড়ার নায়েকদের একজন(পুরুষ/৩১, চন্দ্রকোণার লালসাগরের মণ্ডলদের একজন(মহিলা/৪৩), রামজীবনপুরের ১০ নম্বরওয়ার্ডের সিঙেদের একজন(পুরুষ/৪৮), ক্ষীরপাইয়ের কাশীগঞ্জের মান্নাদের(পুরুষ/৩০), চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুরের দণ্ডপাটদের একজন(মহিলা/৩৭), সোনাখালি শয়লার সিঙেদের একজন(পুরুষ/৫২) , নিশ্চিন্তপুরের শীয়েদের একজন(মহিলা/৫৩)।
ঘাটাল মহকুমা হাসপাতাল মোট:২ জন। •কোন্নগর ১৬ নম্বর ওয়ার্ডের মাইতিদের একজন(মহিলা/৬০) এবং দাসপুরের হেমব্রমদের একজন(মহিলা/৫০)।  
দাসপুর হাসপাতাল মোট:৭ জন। ••দাসপুরের করণদের একজন(পুরুষ/৫২), কল্মীজোড়ের মণ্ডলদের একজন(যুবক/১৮), দাসপুরের মাইতিদের একজন(পুরুষ/৫১), গোবিন্দনগরের ধাড়াদের একজন(যুবক/২১), বাসুদেবপুরের দোলইদের একজন(পুরুষ/৩৩) এবং বেলিয়াঘাটার পাত্রদের দুজন(পুরুষ/৬৪, মহিলা/৫৭)।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র মোট:১ জন। •লক্ষ্মণচকের পউলদের(POUL) একজন (পুরুষ/৪৫)। 
বীরসিংহ হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
ক্ষীরপাই হাসপাতাল  •ঘাটাল মহকুমার কেউ নেই•
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল মোট:১ জন।•যাদব নগরের হেমব্রমদের একজন (পুরুষ/৪৫)।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
আয়ুস হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
শালবনী হাসপাতাল মোট:৫ জন। ••ঘাটালের সাঁতরাদের (বাড়ি দেওয়া নেই)একজন(পুরুষ/৩৪), ঘাটাল থানার দুজন, ঘাটাল হাসপাতালের একজন, শিবপুরের ঘাঁটিদের একজন। [শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!