ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ২৮জন •রিপিট:৫জন [লালা রস নেওয়া হয়েছিল: ১৫আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৭আগস্ট ২০২০] |
|
লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
অ্যান্টিজেন [সঙ্গে সঙ্গে রিপোর্ট] |
•দাসপুরের সাগরপুরের হাইতদের একজন(পুরুষ/৪৬), নবীন সিমলা পাত্রদের(পুরুষ/৩৩), সাগরপুর ভুঁইঞাদের একজন(পুরষ/৩০), ঘনশ্যামবাটীর শেখেদের একজন(পুরুষ/৪৩), ঘাটালের মনোহরপুরের ধাড়াদের একজন(পুরুষ/৪৫), দাসপুরের সৌলানের দাসঠাকুরদের একজন(যুবক/১৮), দাসপুর হাসপাতালের একজন চিকিৎসক(পুরুষ/৩৪), রাজনগরের ঘোষেদের একজন(পুরুষ/৫০), ঘাটালের খাসবাড়ের মল্লিকদের(পুরুষ/৫০), শিবপুর রথিপুরের ঘাঁটিদের একজন(মহিলা/৬৫), চন্দ্রকোণার আগরপাড়ার নায়েকদের একজন(পুরুষ/৩১, চন্দ্রকোণার লালসাগরের মণ্ডলদের একজন(মহিলা/৪৩), রামজীবনপুরের ১০ নম্বরওয়ার্ডের সিঙেদের একজন(পুরুষ/৪৮), ক্ষীরপাইয়ের কাশীগঞ্জের মান্নাদের(পুরুষ/৩০), চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুরের দণ্ডপাটদের একজন(মহিলা/৩৭), সোনাখালি শয়লার সিঙেদের একজন(পুরুষ/৫২) , নিশ্চিন্তপুরের শীয়েদের একজন(মহিলা/৫৩)। |
ঘাটাল মহকুমা হাসপাতাল | ❖মোট:২ জন। •কোন্নগর ১৬ নম্বর ওয়ার্ডের মাইতিদের একজন(মহিলা/৬০) এবং দাসপুরের হেমব্রমদের একজন(মহিলা/৫০)। |
দাসপুর হাসপাতাল | ❖মোট:৭ জন। ••দাসপুরের করণদের একজন(পুরুষ/৫২), কল্মীজোড়ের মণ্ডলদের একজন(যুবক/১৮), দাসপুরের মাইতিদের একজন(পুরুষ/৫১), গোবিন্দনগরের ধাড়াদের একজন(যুবক/২১), বাসুদেবপুরের দোলইদের একজন(পুরুষ/৩৩) এবং বেলিয়াঘাটার পাত্রদের দুজন(পুরুষ/৬৪, মহিলা/৫৭)। |
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | ❖মোট:১ জন। •লক্ষ্মণচকের পউলদের(POUL) একজন (পুরুষ/৪৫)। |
বীরসিংহ হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
ক্ষীরপাই হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল | ❖মোট:১ জন।•যাদব নগরের হেমব্রমদের একজন (পুরুষ/৪৫)। |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
আয়ুস হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
শালবনী হাসপাতাল | ❖মোট:৫ জন। ••ঘাটালের সাঁতরাদের (বাড়ি দেওয়া নেই)একজন(পুরুষ/৩৪), ঘাটাল থানার দুজন, ঘাটাল হাসপাতালের একজন, শিবপুরের ঘাঁটিদের একজন। [শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়। |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |