ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ২২জন •রিপিট:০২জন [লালা রস নেওয়া হয়েছিল: ৮আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১০আগস্ট ২০২০] |
|
লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
ঘাটাল মহকুমা হাসপাতাল | ❖মোট:৭ জন।•ঘাটাল থানার চারজন পুলিশ (পুরুষ/৩০, পুরুষ/৩০, পুরুষ/২৭, পুরুষ/২৬), ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ড কোন্নগরের বেরাদের একজন(পুরুষ/৪৫), চন্দ্রকোণার বৈদ্যনাথপুরের বাগেদের একজন(পুরুষ/৫৭), দাসপুরের হরিরামপুরের বাগেদের একজন(পুরুষ৩২) |
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র | ❖মোট:৩ জন।•শোলাগেড়িয়ার শেখেদের একজন(মহিলা/২৩), মোহনপুর গ্রামপঞ্চায়েতের (গ্রামের নাম জানা যায়নি) মণ্ডলদের একজন(পুরুষ/২৫), দন্দিপুরের সাতিকদের একজন(পুরুষ/৩৬) |
দাসপুর হাসপাতাল | ❖মোট:২জন।•দাসপুরের সুজানগরের বেরাদের দুজন(কিশোরী/১৭, মহিলা/২৫) |
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | ❖মোট:৪ জন।•ভুতার শেখেদের একজন(মহিলা/২২), শয়লার দাসেদের দুজন(পুরুষ/৬০, মহিলা/৫৫), শয়লার আদকদের একজন(মহিলা/৬৫) |
চন্দ্রকোণা হাসপাতাল | ❖মোট:১ জন।•চন্দ্রকোণা-১ ব্লকের (গ্রামের নাম জানা যায়নি) শেখেদের একজন(পুরুষ/৩২) |
মেদিনীপুর আয়ুস হাসপাতাল | ❖মোট:৫ জন।•দাসপুরের কুণ্ডুদের একজন(পুরুষ/২৮), দাসপুরের সামাটের পালেদের একজন(পুরুষ/৪৩), দাসপুরের বিষ্ণুপুরের পালেদের একজন(মহিলা/৪৫), ঘাটালের রাধানগরের সাঁতরাদের একজন(মহিলা/৬৮), দাসপুরের সুজানগরের বেরাদের একজন(পুরুষ/৪৬) |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ | 😊ঘাটাল মহকুমার কেউ নেই। |
শালবনী করোনা হাসপাতাল | ❖মোট:২ জন। •রামজীবনপুরের চন্দ্রদের( যদিও এই রোগীর ব্লকের নাম চন্দ্রকোণা রোড বলে উল্লেখ করা আছে) একজন(পুরুষ/৫২), ঘাটালের হরিশপুরের শেখেদের একজন(পুরুষ/৬১) [শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয় তিনি করোনা সংক্রমিত রয়েছেন কিনা। এই সমস্ত রোগীদের দ্বিতীয় বা তার পরবর্তী পর্যায়ের করোনা টেস্টে পজিটিভ এসেছে।] |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |