দাসপুরে করোনায় গ্রামীণ ডাক্তারদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:দাসপুর-২ পঞ্চায়েত সমিতির নির্দেশে কামালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনাকালে গ্রামীণ ডাক্তারদের ভূমিকা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হল আজ ১৫ মে। ওই পঞ্চায়েত সমিতির খানজাপুর, কামালপুর   ও রাণীচক এই তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে করোনা সচেতনতামূলক একটি শিবির করার জন্য। শিবিরটি আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছিল কামালপুর গ্রাম পঞ্চায়েতের ওপর।
গ্রাম-গঞ্জের মানুষের শারীরিক কোনও সমস্যা হলেই তাঁরা  গ্রামীণ চিকিৎসকদের কাছে চিকিৎসার জন্য ছুটে যান। এই করোনা পরিস্থিতিতেও তার ব্যতিক্রম হচ্ছে না। ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য প্রশাসন জানিয়েছে, করোনার প্রাথমিক চিকিৎসা গ্রামীণ চিকিৎসকরা করতেই পারেন। কিন্তু কোনও ভাবেই ঝুঁকি নিয়ে কোনও করোনা রোগীকে তাঁরা যেন না দেখেন। তাঁরা যখন সুনিশ্চিৎ হবেন, রোগীটি করোনা সংক্রমিত তখন তাঁরা যেন অবিলম্বে সেই রোগীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।
আজকের সভায় উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আশিস হুদাইত, রাণীচক গ্ৰাম পঞ্চায়েতের সচিব সহ কামালপুর খাঞ্জাপুর ও রাণীচকের প্রধান, উপপ্রধান,  তিনটি গ্রাম পঞ্চায়েতের সদস্য, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ভিআরপি ও গ্রামীণ চিকিৎসকরা।
এদিকে গ্রামীণ চিকিৎসকরা প্রশাসনের কাছে দাবি রাখেন, যেহেতু তাঁরা গ্রামের করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা করেন তাই তাঁদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
 কামালপুর গ্রাম পঞ্চায়েতের সচিব বংশীবদন প্রামাণিক বলেন, কামালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে পিপিই কিট,গ্লাভস ও মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। খুব শীঘ্রই ভলান্টিয়ার টিম গঠন করা হবে। যদি কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হন তাহলে এগুলি ব্যবহার করে আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। আবার গ্রামেরই যদি কোনও ব্যক্তি করোনা সংক্রমিত হয়ে মারা যান তাহলে  মৃতদেহ দাহ করার জন্য  পিপিই কিট,গ্লাভস ও মাস্ক এগুলি ব্যবহার করে দাহের কাজ করবে ভলান্টিয়ার টিম।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015