এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

আজ থেকে ঘাটালে করোনা সংক্রমিত রোগী ভর্তি শুরু হল

Published on: September 4, 2020 । 11:09 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ৪ সেপ্টেম্বর থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে করোনা সংক্রমিত রোগী ভর্তি হতে শুরু করল। মোট ন’জন রোগী ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে। সকলেই  ঘাটাল মহকুমার বাসিন্দা। ঘাটাল হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত সুপার তথা ঘাটাল ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ মনোজিৎ বিশ্বাস বলেন, এবার থেকে এই মহকুমার করোনার সাধারণ উপসর্গ তথা মাইল্ড সিমটোমেটিক রোগীদের ঘাটাল হাসপাতালেই চিকিৎসা করা হবে।
তবে করোনা আক্রান্ত যেসমস্ত রোগীদের ভেন্টিলেশন বা আইসিইউয়ের সাপোর্টের প্রয়োজন হবে তাঁদের শালবনীতেই পাঠানো হবে। কারণ হিসেব স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমিত রোগীদের ওই সমস্ত সাপোর্ট দেওয়ার মতো পরিকাঠামো এখনও তৈরি হয়নি।•ছবিটি প্রতীকী।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now