সংহিতা শিরোমনি:ঘাটাল মহকুমায় করোনা আক্রান্তের সংখ্যা নেহাত কম নয় তাই ঘাটাল মহকুমা হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড তৈরি করার উদ্যোগ নিল স্বাস্থ্য প্রশাসন। তার জন্য যুদ্ধকালীন তৎপরতাও শুরু করে দিয়েছে তারা। ঘাটাল মহকুমা হাসপাতালে ডায়ারিয়া রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ডটিকেই করোনা উপসর্গ রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আজ ১৭ জুন পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ঘাটাল মহকুমা হাসপাতালে আসেন। এসে ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট রুমগুলি পরিদর্শন করে যান। জেলার ডেপুটি সি এম ও এইচ ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, করোনা উপসর্গ থাকা রোগীদের রাখার জন্য ঘাটালে ৩০ শয্যা বিশিষ্টি একটি আইসোলেশন ওয়ার্ড করা হবে। সেজন্য আজ ঘাটাল পরিদর্শনে এসেছিলাম। আশাকরি ১৫-২০ দিনের মধ্যে আইসোলেশন ওয়ার্ডটি চালু করে দেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, বর্তমান কোনও রোগীর করোনা উপসর্গ দেখা দিলে তাঁকে মেদিনীপুর আবাসে কোভিদ-১ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখান তাঁর লালা রস সংগ্রহ করার পর যতদিন না রিপোর্ট আসত ততদিন তাঁকে সেখানেই থাকতে হয়। ঘাটালে ওই আইসোলেশন ওয়ার্ডটি চালু হয়ে গেলে করোনা উপসর্গের রোগীদের লাল রস সংগ্রহ করার পর রিপোর্ট না আসা পর্যন্ত ঘাটালেই রাখা হবে। করোনা পজিটিভ হলে তাঁর করোনা চিকিৎসার জন্য মেদিনীপুর বা অন্যত্র পাঠানো হবে।