এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

বাবা-মা সহ করোনা সংক্রমিত ঘাটাল হাসপাতালের সুপার

Published on: September 23, 2020 । 1:12 PM

তৃপ্তি পাল কর্মকার: তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে করোনা আক্রান্ত হলেন ঘাটাল হাসপাতালের সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস। তিনি করোনা সংক্রমিত হওয়ার পরই তাঁর মা-বাবাও সংক্রমিত হয়েছেন। তাতেও থেমে নেই তাঁর দৈনন্দিন কাজ কর্ম।  সংক্রমিত অবস্থাতেই এখনও তাঁকে প্রায় ১২-১৪ঘণ্টা করে অফিসের কাজ করতে হচ্ছে। ডাঃ বিশ্বাসের এই মানসিক বল থেকে অবাক হয়েছেন অনেকেই। ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা এক শিক্ষিকা শম্পা পাল বলেন, এই ধরনের ব্যতিক্রমী প্রশাসক খুবই কম দেখা যায়।
ডাঃ বিশ্বাস ঘাটাল ব্লক মেডিক্যাল অফিসার হিসেবে বীরসিংহ হাসপাতালে পোস্টিং রয়েছেন। এই লকডাউনের মাঝেই তাঁকে ঘাটাল মহকুমা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ঘাটাল মহকুমা হাসপাতালের সুপারের দায়িত্ব দেওয়া হয়। ‘কাজ পাগল’ ওই চিকিৎসক ঘাটাল হাসপাতালের দায়িত্ব নেওয়ার পরই শক্ত হাতে হাসপাতালের প্রশাসনটি ধরেন। রোগীদের সমস্ত অভিযোগের কথা নিজে শুনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন। ওই হাসপাতালেরই এক নার্স বলেন, এতে কিছু চিকিৎসক ও নার্সদের সমস্যা হলেও রোগীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। করোনা সংক্রমিতদের মধ্যে কাজ করতে করতেই তিনিও করোনাতে আক্রান্ত হয়েছেন।  তিনি সংক্রমিত হওয়ার পর তাঁর বাবা ও মায়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মনোজিৎবাবু বলেন, স্ত্রী এবং মেয়ের নেগেটিভ  আসায় তাঁদের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন, যেসব দায়িত্বে রয়েছি আমি তো আর ছুটি নিতে পারি না। তাই রোগী পরিষেবার কথা ভেবে এই পরিস্থিতিতেই কাজ চালিয়ে যেতে হচ্ছে।
ঘাটাল  হাসপাতালের কয়েক জন কর্মী এবং বীরসিংহ হাসপাতালের কিছু কর্মী বলেন, ডাঃ বিশ্বাস বরাবরই কাজ পাগল। তাই ঘাটাল হাসপাতালের মাত্র কয়েক দিন হাল ধরেই আভ্যন্তরিন প্রশাসন বদলে দিয়েছেন মনোজিৎবাবু। করোনাতে হোম আইসোলেশনে থেকেও পুরোমাত্রায় কাজ করে চলেছেন। তিনি তো পারতেন করোনা সংক্রমণের কারণ দেখিয়ে সমস্ত দায় এড়িয়ে যেতে? রোগীদের স্বার্থেই তিনি তা করেননি।
ঘাটাল মহকুমার অধিকাংশ প্রশাসক, পুলিশ থেকে সাধারণ মানুষ ডাঃ বিশ্বাসের মতো একজন ব্যক্তিকে যখন ঘাটাল হাসপাতালের স্থায়ী সুপার হিসেবে চাইছেন ঠিক সেই সময়েই তাঁকে হাসপাতালের সুপারের পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছেন স্বাস্থ্য প্রশাসনেরই একাংশ। এই লবি করার কারণও সবার কাছে পরিষ্কার।এবিষয়ে ডাঃ বিশ্বাস কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, আমি কাজ ভালোবাসি। যেখানের দায়িত্ব দেওয়া হোক না কেন আমি আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করব।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now