নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ ঘাটাল: আজ থেকে ঘাটাল থানার বেশ কিছু এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে। তার মধ্যে ঘাটাল শহরের কিছু অংশ এবং ঘাটাল থানার কয়েকটি এলাকা থাকছে। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ড. রশ্মি কমল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার অন্যান্য জায়গার সঙ্গে ঘাটাল শহরের কুশপাতা শিলাবতী পল্লির(হাসপাতাল চক থেকে কুশপাতা শীতলা মন্দির চত্বর), নিশ্চিন্দিপুরের মণ্ডল পাড়া(নিশ্চিন্দিপুর দুধের বাঁধ থেকে নিশ্চিন্দিপুর স্কুল), দলপতিপুর( দলপতিপুর নব প্রাথমিক স্কুল থেকে পাত্র পাড়ার মনসা মন্দির) এবং কুশমা দোলই পাড়া(কুশমান শিব মন্দির থেকে কুশমান স্মৃতি সংঘ) এলাকায় মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হচ্ছে। ১০ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। ওই এলাকার সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাজার হাটও খোলা যাবে না।