বাবলু সাঁতরা: চন্দ্রকোনা টাউন-গড়বেতা কাঠ ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল আজ। আজ ১২ জানুয়ারী মঙ্গলবার চন্দ্রকোনা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাছশীতলা এলাকার একটি লজে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। চন্দ্রকোনা টাউন থানা ও গড়বেতা থানা এলাকার কাঠ ব্যবসায়ীদের নিয়ে গঠিত এই সমিতির ৩য় বার্ষিক সম্মেলন থেকে ১০০ জন দরিদ্র এবং প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও একটি করে চারাগাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দাসপুর সুলতাননগর বিটের অফিসার অসীত মুখার্জী, চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক, চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জগজিৎ সরকার, ঘাটাল ফায়ার ব্রিগেডের আধিকারিক সহ সমিতির সভাপতি গোপাল সামন্ত, সম্পাদক আবদুল লতিফ খাঁন এবং সমিতির সকল সদস্যরা।