মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল শহরকে সুন্দর করে সাজিয়ে তুলে যানজট মুক্ত করা হোক। ঘাটাল-মেচোগ্রাম রাজ্য সড়কটি নতুন করে তৈরি হচ্ছে, খুব শীঘ্রই সেই কাজ শেষ হয়ে যাবে। ঘাটালবাসী সহ অন্যান্য জায়গার মানুষদেরও দীর্ঘদিনের দাবি ছিল। ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ঘাটাল বাস মালিক সংগঠনের কর্মকর্তা প্রভাত পান বলেন, ঘাটাল-পাঁশকুড়া বাসস্টপে ঘড়ি টাওয়ারের পশ্চিম দিকে রাস্তা সম্প্রসারণের পর ত্রিভূজের মতো খানিকটা জায়গা খালি থেকে যাচ্ছে। ওই অংশটি লোহার রেলিং দিয়ে ঘিরে তিন মনীষী ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ ও নেতাজির মূর্তি বসানো হোক। মূর্তিগুলির সামনে একটি জলের ফোয়ারা, যেটি থেকে সব সময় জল পড়বে এরকম একটি বসানোর ব্যবস্থা করলে ভালো হয়। তার সঙ্গে চারপাশে ফুলের গাছ লাগানো হলে ভালো হয়। উপরে একটি জোরালো আলো লাগানো হোক, যা দূর থেকে খুব সহজেই মানুষের চোখে পড়বে এবং দেখতে ভালো লাগবে। ঘাটাল-পাঁশকুড়া বাসস্টপকে ঘাটালের প্রবেশদ্বার বলা হয়। কুশপাতা থেকে ব্রিজের আগে যেখান পর্যন্ত ডিভাইডার তৈরি করা হচ্ছে, সেই ডিভাইডারের মাঝে ইলেকট্রিক পোস্ট লাগিয়ে দু’দিকে লাইট লাগানো এবং ডিভাইডারের মাঝে ফুলগাছ লাগানো হোক। যাতে ঘাটাল শহরে প্রবেশ করার সময় জিনিসটি দেখতে সুন্দর লাগে।
ঘাটাল-পাঁশকুড়া বাসস্টপটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কলেজ, হাসপাতাল, আদালত সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অফিস আছে। কাজেই এখানে প্রচুর মানুষ আসা যাওয়া করে থাকেন। রাস্তা ভালো হওয়ায় গাড়ির গতিবেগ বাড়বে, রাস্তা চওড়া হওয়ায় রাস্তা পারাপার হতে সময় লাগবে। তাই রাস্তা পারাপারের জন্য ও পথ দুর্ঘটনা এড়াতে পাঁশকুড়া বাসস্টপে একটি ওভারব্রিজের প্রয়োজন। যানজট মুক্ত হওয়ার জন্য ও দুর্ঘটনা এড়াতে পাঁশকুড়া বাসস্টপে ও সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। প্রভাতবাবু বলেন, বাসস্টপের সামনে একটি যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগারের প্রয়োজন। ঘাটাল-পাঁশকুড়া বাসস্টপে ঘড়ি টাওয়ারের পূর্বদিকে পূর্তদপ্তরের (ROADS) র অনেকটা খালি জায়গা আছে। ওখানে যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার করা যেতে পারে। যাত্রী প্রতীক্ষালয়ের পাশে যাত্রী সাধারণের সুবিধার জন্য একটি বাসের অফিসের প্রয়োজন আছে। যেখান থেকে যাত্রীরা সহজেই বাস সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন। বাস অফিসটি যাত্রী প্রতীক্ষালয়ের পাশে না হয়ে অন্যত্র হলে যাত্রীরা জানতে পারবেন না কখন কোন গাড়ি আছে, কোন গাড়ি নেই। কারণ অনেক সময় যাত্রীরা বাস সংক্রান্ত বিষয়ে জানার জন্য সরাসরি আমাদের ফোন করেন। সেক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছি।
প্রশাসন এ ব্যাপারে জানিয়েছে, প্রস্তাবগুলি বেশ যুক্তিসঙ্গত। তারা বিষয়টি নিয়ে আলোচনা করবে।