নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে এবার মাদক পাচার? অবাক লাগলেও শুক্রবার দাসপুর থানার বকুলতলা থেকে চার ব্যক্তিকে বাইক ও কোডাইন মিক্সার নামক মাদক সহ হাতে নাতে ধরা হয়েছে বলে জানাচ্ছে দাসপুর পুলিশ। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দাসপুর পুলিশের ওসি অমিত মুখোপাধ্যায় জানান, আজ ধৃতদের আদালতে তোলা হলে তাদের দু’দিনের পুলিশি হেফাজত দিয়েছেন মহামান্য আদালত। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ঘাটাল মহকুমার মধ্যে দাসপুরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক কাজ বাড়ছে। সেদিকেই লাগাম টানতে দিনের পাশাপাশি রাতেও দাসপুর থানা এলাকা জুড়ে লাগাতার চেকিং চালাচ্ছে দাসপুর পুলিশ। বিন্দুমাত্র সন্দেহ হলেই গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী এক্কেবারেই বিব্রত নন। তাঁরা জানাচ্ছেন, এলাকা ও এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থ মানে আমাদেরই নিরাপত্তার জন্য পুলিশের এই নজরদারিই কাম্য। দাসপুর পুলিশ সত্রে জানানো হচ্ছে, শুক্রবার ৩ জুন দাসপুর থানার বকুলতলা এলাকায় রাত সাড়ে ১০টা নাগাদ এমনই এক চেকিং এ দুটি বাইকে থাকা চার জনের থেকে ৬০০ গ্রাম কোডাইন মিক্সার উদ্ধার হয়। দুটি বাইক,ওই মাদক ও ওই চার জনকে গ্রেপ্তার করে দাসপুর পুলিশ। ধৃতরা হলেন বছর ২৯ এর ইয়াসিন খান, যার বাড়ি চন্দ্রকোণায়, বাঁকুড়ার বছর ৪৫ এর পার্থ মণ্ডল ও বছর ৩২ এর সুরজ পাল এবং দমদমের বছর ৬০ এর বাসুদেব তরফদার। আজ শনিবার তাদের আদালতে তোলা হলে তাদের দু’দিনের পুলিশ হেফাজত হয়।