নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় রাজ্যে পঞ্চম হল ঘাটালের শুভায়ন হালদার। ২০২৩ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শুভায়ন রাজ্যে পঞ্চম ও ঘাটাল মহকুমার প্রথম স্থান অর্জন করেছে।শুভায়ন মোট ৪০০ নাম্বারের মধ্যে ৩৯৫ নম্বর পেয়েছে। রাজ্য স্তরের পর্ষদ তাকে বৃত্তিও প্রদান করেছে। শুভায়ন ঘাটাল আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। বর্তমানে সে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। একই সঙ্গে ওই বৃত্তি পরীক্ষায় মহকুমার প্রতিটি সেন্টারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ১১২ জন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়ে পুরস্কৃত করল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের অধীন ঘাটাল মহকুমা পরীক্ষা পরিচালনা সহায়ক কমিটি। ২৩ জুন ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুলে ওই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরসিংহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ পাঠক, অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণচন্দ্র সামন্ত, শিক্ষক সীতারাম মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার ভুঁইয়া, দেবাশিস মাইতি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তা ওই বৃত্তি পরীক্ষার গুরুত্ব উল্লেখ করে বলেন, সরকার যাতে এই পরীক্ষা অবিলম্বে গ্রহণ করে এবং সেই মতো করে প্রাথমিক স্তরের শিক্ষকদেরও ওয়াকিবহাল করান তার দাবি তোলেন। পর্ষদের অঙ্গীকার সরকার যতদিন এই পরীক্ষা গ্রহণ না করবে, পর্ষদ এই পরীক্ষা শিক্ষার সার্বিক মানোন্নয়নকল্পে বেসরকারি উদ্যোগে চালিয়ে যাবে । ওইদিন অনুষ্ঠানে দুই শতাধিক অভিভাবক, ছাত্র ও শিক্ষানুরাগী মানুষজন উপস্থিত ছিলেন। সবার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।