এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চলে গেলেন হাট সরবেড়িয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক

Published on: August 14, 2020 । 6:46 PM

মৃত্যু হল দাসপুরের হাট সড়বেড়িয়া বি সি রায় হাইস্কুলের অবসরপ্রাপ্ত  শিক্ষক চিত্তরঞ্জন শাসমলের। শুক্রবার সকালে দাসপুরের জ্যোতভগবান গ্রামে নিজের বাসভবনেই চিত্তরঞ্জনবাবু শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মূলত বার্ধক্যজনিত কারণেই এই মৃত্যু,দীর্ঘদিন ধরে তিনি নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিত্তরঞ্জনবাবু ১৯৬৮ সালের ১০ জুন থেকে ২০০৪ সালের ৩১ জুলাই পর্যন্ত হাট সরবেড়িয়া হাইস্কুলে ভূগোল বিষয়ে শিক্ষকতা করেছেন। ছাত্র দরদি শিক্ষক হিসেবেই চিত্তরঞ্জন বাবুর পরিচিতি ছিল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।