এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে নাবালিকা বিয়েতে পাত্র-পাত্রীর সাথে গ্ৰেপ্তার হলেন ব্রাহ্মণও

Published on: September 20, 2022 । 4:51 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিজের জেলা ছেড়ে অন্য জেলায় গিয়ে নাবালিকার বিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল নব বিবাহিত বর-বধূ সহ পুরোহিত। ঘটনা ঘাটাল থানার বরকতিপুরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই এলাকায় একটি নাবালিকা বিয়ের আয়োজন করা হয়। পাত্র-পাত্রী উভয়েই হুগলি জেলার খানাকুলের বাসিন্দা। এদিন রাতে পাশের জেলায় পাত্রীর মাসতুতো দিদির বাড়িতে বিয়ের সমস্ত আয়োজন করা হয়। পুলিশ সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন বিয়ে প্রায় শেষের মুখে। সিঁদুর দান পর্বও শেষ। পুলিশ আসতে দেখে পাত্র-পাত্রীর বাড়ির লোক সহ সমস্ত আত্মীয়স্বজনরা পালিয়ে যায়। ছাদনাতলায় শুধুমাত্র নববধূ, বর আর ব্রাহ্মণ বসে রয়েছেন। পুলিশ গিয়ে ওই তিনজনকে গ্ৰেপ্তার করে।

আজ মঙ্গলবার ওই তিনজনকে ঘাটাল আদালতে তোলা হলে বর ও পুরোহিতকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।