দিল্লির শক্তি বাহিনী ও দাসপুর প্রশাসনের উদ্যোগে দাসপুরের এক নাবালিকা বিয়ে বন্ধ করা হল

সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বর্তমানে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর এবং ২৪ পরগনা জেলাগুলিতে বাল্যবিবাহ, নাবালিকা প্রাচার, শিশু প্রাচারের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই ব্যাধি দূর করার চেষ্টা করা হলেও সরকারের দৃষ্টি এড়িয়ে গোপনে নাবালিকা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে।অনেক সময় নাবালিকাদের অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দেওয়া হচ্ছে। এই রকমেরই একটি ঘটনা গত ৯ জুলাই দাসপুর থানার সুরতপুর হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধেই গ্রামের একটি ছেলের সাথে বিয়ে দিয়ে বাইরে পাঠানোর প্রচেষ্টা চলছিল। দিল্লির শক্তি বাহিনীর জেলা কো-অডিনেটর মল্লিকা পাল ও শক্তি বাহিনীর সদস্য শ্রীকান্ত কদম গোপন সূত্রে খবর পেয়ে মহারাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ দত্তকে জানান।সুভাষবাবু বিষয়টি দ্রুত দাসপুর ব্লকের বিডিওকে ও থানার ওসিকে জানান। প্রশাসনিক উদ্যোগে বিয়েটি বন্ধ করা হয়। মুচলেকা লিখিয়ে নেওয়া হয় ওই নাবালিকার পরিবারকে দিয়ে। ১৮ বছর বয়স পর্যন্ত মেয়েটি পড়াশোনা চালিয়ে যাবে। এইভাবে সকল সচেতন মানুষের প্রচেষ্টা এবং প্রশাসনিক উদ্যোগে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে পারলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানানো যাবে বলে জানান শক্তি বাহিনীর সদস্য শ্রীকান্ত কদম।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।