মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বিয়ে। নববধূকে নিয়ে বাইকে করে দিব্বি ঘুরছে ছেলে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] শক্তি বাহিনী(Shakti vahini) ও পুলিশ(Police) গিয়ে নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি ছেলে ও তার বাবা-মাকে গ্ৰেপ্তার করে। ঘটনা ঘাটাল থানার(Ghatal police station) মনোহরপুরের।
ঘটনা সূত্রে জানা যাচ্ছে, দাসপুর(Daspur) থানার রানা গ্রামের অজিত বরদোলই এর নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে বিয়ে(Child marriage) করে মনোহরপুর গ্রামের পরেশ সাঁতরার ছেলে শঙ্কর সাঁতরা। শক্তি বাহিনীর জেলা কো-অডিনেটর(District co-ordinator) মল্লিকা পাল ও মিঠু দত্ত তাদের নেটওয়ার্কের মাধ্যমে এই ঘটনার খবর পান। ঘাটাল থানার পুলিশের সহযোগিতা নিয়ে নাবালিকা ও তার স্বামীকে ধরে ফেলে। সেইসঙ্গে ছেলের মা-বাবাকেও গ্ৰেপ্তার(arrest) করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই নাবালিকাকে মেডিকেলের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ছেলে ও তার বাবা-মা’কে আগামী কাল আদালতে(court) তোলা হবে।
উল্লেখ্য, ঘাটাল মহকুমায় শক্তি বাহিনী নাবালিকা বিয়ে রোধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছে।