মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: নাবালিকা মেয়ের বিয়ের পাকা দেখা চলছিল, সেইসময় মেয়ের বাড়িতে হাজির পুলিশ ও দিল্লির শক্তি বাহিনী। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পণ্ড করে দেওয়া হয় পাকা দেখার কাজ। প্রথমে নাবালিকার পরিবার বিয়ের কথা স্বীকার না করলেও পরে পুলিশের কড়া ধমকে সমস্ত কথা স্বীকার করে নেয়।
ঘটনা ঘাটাল থানার মারিচ্যা গ্ৰামের। জানা যাচ্ছে, নাবালিকার বয়স ১৭ বছর। দন্দিপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। তারই বিয়ের তোড়জোড় শুরু করেছিল তার পরিবার। আজ ১৬ জুন শুক্রবার ছিল ওই নাবালিকার পাকা দেখা। গোপন সূত্রে সে খবর পৌঁছে যায় ঘাটাল থানার পুলিশ ও দিল্লির শক্তি বাহিনীর ঘাটাল শাখার সদস্যদের কাছে। খবর পাওয়া মাত্রই নাবালিকার বাড়িতে পৌঁছে সমস্ত আয়োজন ভেস্তে দেয় পুলিশ। মুচলেকা লিখিয়ে নেওয়া হয় নাবালিকার বাবা-মাকে দিয়ে। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিলেই আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।
মহারাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ দত্তকে এই সংস্থার পক্ষ থেকেই সম্মানিত করা হয়েছিল এবং এই শক্তি বাহিনীর মূল ভূমিকায় রয়েছেন সুভাষবাবু। তিনি বলেন, দিল্লির শক্তি বাহিনী নামে একটি সংস্থা নাবালিকা মেয়েদের বিয়ের রোধ করার জন্য কাজ করছে। ঘাটালে তার একটি শাখাও রয়েছে। এই শক্তি বাহিনীর ঘাটাল শাখা সারা মহকুমা জুড়ে নাবালিকা বিয়ে রোধ নিয়ে কাজ করবে বলে জানা গিয়েছে।