মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ ঘাটাল: বিয়ে না করলে গলায় দড়ি নিয়ে মরে যাওয়ার নিদান নাবালিকা কন্যাকে, সেই পরিস্থিতি থেকে বাঁচতে প্রধানের কাছে ছুটে এল নবমশ্রেণির ছাত্রী। বিয়ে না করলে গলায় দড়ি নিয়ে মরার পরামর্শ বাবার। তাই নিজের বিয়ে রুখতে গ্রামপঞ্চায়েতের প্রধানের শরণাপন্ন হল এক নবম শ্রেণির ছাত্রী। সোমবার বিকেলে চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রামপঞ্চায়েত কার্যালয়ে গিয়ে বিয়ে বন্ধের কাকুতি-মিনতি দেখে হতবাক ওই গ্রামপঞ্চায়েতের কর্মীরা। পরিশেষে প্রধান ইসমাইল খান কোলে টেনে আশ্বস্ত করতে মুখে হাসি ফুটল শ্রাবণী পাত্র নামে ভগবন্তপুর হাইস্কুলের ওই ছাত্রীর। প্রধান বলেন, আমি ওর বাবাকে ডেকে মুচলেকা লিখিয়ে নিয়েছি। বলেছি, ১৮ বছরের আগে যদি ওর বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তাহলে পুলিসের হাতে তুলে দেওয়া হবে। গ্রামপঞ্চায়েতে ঘটনাটি ঠিক কী ঘটেছিল শুনেনিন নীচের ভিডিও থেকে
বিয়ে না করলে গলায় দড়ি নিয়ে মরে যাওয়ার নিদান নাবালিকা কন্যাকে
By মন্দিরা মাজি
Published on: February 27, 2023 । 9:06 PM







