আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: মুখ্যমন্ত্রী সফরের একমাস পরেও বেহাল খেলার মাঠ, ক্ষোভে ফুঁসছে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত ১০ আগস্ট মঙ্গলবার ঘাটালে বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী আসার জন্য বঙ্গবাসী ক্লাবের মাঠে তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। অস্থায়ী হেলিপ্যাড তৈরির জন্য মহকুমা প্রশাসন ঘাটালের কুশপাতা এলাকায় বঙ্গবাসী ক্লাবের খেলার মাঠ নেন।হেলিপ্যাড তৈরির দায়িত্ব দেওয়া হয় পূর্তদফতরকে, মুখ্যমন্ত্রীর সফরের একমাস কেটে গেলেও সেই মাঠ আজও খেলার উপযোগী না হওয়ায় ক্ষুব্ধ ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ মাঠ মেরামতের জন্য প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। মাঠের মাঝখানে তৈরি করা হয়েছিল ইট,বালি দিয়ে অস্থায়ী হেলিপ্যাড। আর মাঠ থেকে রাস্তা পর্যন্ত অস্থায়ীভাবে মোরাম রাস্তা তৈরি করা হয়েছিল, মাঠের মাঝখানে থেকে ইট তুলে নেওয়া হলেও এখনও গর্ত হয়ে পড়ে রয়েছে মাঠ। খেলার মাঠ থেকে যে মোরাম রাস্তা তৈরি করা হয়েছিল আজও রয়ে গিয়েছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে,সমস্যার কথা তুলে ধরে স্থানীয়রা বলেন, প্রাতঃভ্রমণ থেকে শরীরচর্চা সব কিছুতেই অসুবিধাই পড়তে হচ্ছে এলাকার ছেলেমেয়ে ও বয়স্কদের। দ্রুত মাঠটি সংস্কারের দাবি তুলছেন ক্লাব কর্তৃপক্ষও। এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেয়নি।