এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পরপর দুজন মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতী

Published on: February 14, 2021 । 7:25 PM

বাবলু মান্না:প্রকাশ্য দিবালোকে পরপর দুজনের গলার সোনার চেন ছিড়ে নিয়ে পালাল দুই দুষ্কৃতী। আজ বিকেল ৪ নাগাদ দাসপুর থানার কুল্টিকরীর নিমতলায় জানাপাড়ার ঢালের কাছে অঞ্জলি পাত্র নামে এক বৃদ্ধাকে দুই বাইক আরোহী মাগুরিয়া যাবার ঠিকানা জিজ্ঞেস করার অছিলায় থামিয়ে তার গলা থেকে প্রায় ৯ গ্রাম সোনার চেন ছিঁড়ে নিয়ে পালায়। বৃদ্ধা বাধা দিতে গেলে তাকে ঠেলে ফেলে দিলে তাতে আহত হন তিনি। ওই ঘটনার ঠিক পরেই একই কায়দায় মাগুরিয়াতে মালতি করণ নামে এক বৃদ্ধার গলার সোনার চেন টেনে ছিঁড়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। দিনের বেলায় কয়েক মিনিটের ব্যবধানে পরপর এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাসপুরে দিনদিন এই ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায় আতঙ্কিত মানুষজন এব্যাপারে প্রশাসনের কাছে কিছু পদক্ষেপ নেবার দাবি তোলেন। দাসপুর থানার পুলিস জানিয়েছে, তার ঘটনাটি শুনেছেন। তাদের কাছে এনিয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। •ভিডিও

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।