সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দিনে দুপুরে দাসপুরের একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাংক থেকে ১ লক্ষ টাকা তুলে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যাগ সহ সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে পালালো ছিনতাইকারী। আজ ১৪ সেপ্টেম্বর এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ দাসপুর বাজারে। দাসপুরের রাজনগরের বাসিন্দা অলোক কর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকা তুলে বাড়ি যাওয়ার জন্য পিচ রাস্তার ধারে তাঁর বাইক চালকের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময়ই ঘাটালের দিক থেকে আসা দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইকে করে অলোকবাবুর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পাঁশকুড়ার দিকে চম্পট দেয়। ওই ব্যাগে টাকার সাথে অলোকবাবুর ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে দাসপুর থানায় খবর গেলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখোপাধ্যায় পুলিশ বাহিনী নিয়ে ছিনতাইবাজদের যাওয়া রাস্তায় ধাওয়া করেন, কিন্তু কোনও হদিশ পাওয়া যায়নি। পুলিশ পুরোদমে ঘটনাটির তদন্ত শুরু করেছে। দিনে দুপুরে আকস্মিক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ওই ঘটনার পরই রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ নাকা চেকিংএর ব্যবস্থা করে। রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজও চেক করার ব্যবস্থা করে পুলিশ। বার বার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই শাখা থেকেই এই ধরনের ছিনতাই হওয়ায় দাসপুর গঞ্জের ব্যবসায়ীরা ক্ষুব্ধ। এবছরই ২ মে ওই ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলে ফেরার সময় এক শিক্ষকের ৩০ হাজার টাকা ছিনতাই হয়। ওই থানার বেলিয়াঘাটার বাসিন্দা নিমাই মাইতি নামে ওই শিক্ষক ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ডাব দোকানে ডাব কিনে খাচ্ছিলেন। টাকার ব্যাগটি সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ছিল। এক মিনিটের ব্যবধানে ব্যাগটি ছিনতাই হয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি বাইকে দুই দুষ্কৃতী গিয়ে ওই কাজটি করেছিল।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]