অভিক ঘোষ: চন্দ্রকোনায় নির্মল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হল। আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার চন্দ্রকোনা পুরসভার ঠাকুরবাড়ি বাজারে নির্মল খাঁন ও তাপস দোলইয়ের সহযোগিতা ও উপস্থিতিতে এলাকার ৩০ জনের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়। চন্দ্রকোনার ওই ফাউন্ডেশনের থেকে শীতে কম্বল পেয়ে খুশি সকলেই।