এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাড়ি থেকে তালা এনে পৌরসভার গেটে তালা ঝুলিয়ে চন্দ্রকোণায় বিক্ষোভ মহিলাদের

Published on: August 5, 2022 । 8:49 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ি থেকে তালা চাবি এনে পৌরসভার মেন গেটে তালা দিয়ে বিক্ষোভে পৌর এলাকার মহিলারা। এমনই ঘটনা চন্দ্রকোণা পৌরসভার। জানা যায়, চন্দ্রকোণা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড গোপালপুর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখনও কাঁচা মাটির, আর এর ফলে বৃষ্টি হলে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যায় পড়ে এলাকাবাসীরা। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার কাউন্সিলরকে জানানো থেকে শুরু করে পৌরসভায় লিখিত আবেদন জানিয়েও রাস্তার হাল ফেরেনি। অবশেষে আজ শুক্রবার ওয়ার্ডের মহিলারা হাতে প্ল্যাকার্ড ও বাড়ি থেকে তালা চাবি এনে পৌরসভার মেন গেটে তালা চাবি দিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কথা জানতে পেরে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে দেন। চন্দ্রকোণা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের দাবি, তিনি বিষয়টি জানতেন না এই প্রথম জেনেছেন। দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now