এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার, সঠিক পরিষেবা মিলছে না এমনই অভিযোগ তুলে বিক্ষোভ চন্দ্রকোণা হাসপাতালে

Published on: April 23, 2022 । 11:54 AM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: হাসপাতালে রোগী নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা পরিষেবা না পাওয়া ও কিছু চিকিৎসক-নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ তুলে রোগীর পরিজনদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। রোগীর পরিজনদের অভিযোগ, বেশকিছু দিন ধরেই চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে রোগী ভর্তি হলে তাদের সঠিক চিকিৎসা পরিষেবা মিলছে না। এমনকি হাসপাতালের কিছু চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধেও অভিযোগ, যে তাঁরা রোগীদের সাথে দুর্ব্যবহারের করছেন। শুক্রবার চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি তেমনই এক রোগীর পরিবারের লোকজন হাসপাতালে ঢুকে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পেটের যন্ত্রণা নিয়ে তাঁদের রোগী হাসপাতালে ভর্তি হলেও বারবার ডেকে কোনও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। এমনকি জরুরি বিভাগে থাকা কয়েকজন নার্সকে রোগীর অসুস্থতার কথা বললে তারাও দুর্ব্যবহার করেন রোগীর পরিবারের লোকজনের সাথে। আর এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই রোগীর পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখান। তাদের সাথে সঙ্গ দেন হাসপাতালে ভর্তি আরও অন্যান্য রোগীর পরিজনেরা। হাসপাতালের ভেতর রোগীর পরিজনদের বিক্ষোভে উত্তেজনা তৈরি হয়, হাসপাতালের বিএমওএইচকে ঘিরেও তাদের অভিযোগ জানাতে দেখা যায় রোগীর পরিজনদের। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালের তরফে চন্দ্রকোণা থানার পুলিশে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং বিএমওএইচ এর আশ্বাসে বিক্ষোভকারীরা হটে যায়।

ঘটনার কথা স্বীকার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডঃ স্বপ্ননীল মিস্ত্রি জানান, সবাই তো সমান নয়, কিছু চিকিৎসক ও নার্সদের নিয়ে অভিযোগ আসছে তাঁদের কাছেও। যেটা হওয়া একদমই ঠিক নয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]