তৃপ্তি পাল কর্মকার: নব নিযুক্ত তৃণমূলের চন্দ্রকোণা-২ ব্লক সভাপতি জগজিৎ সরকারকে মেনে নিতে পারছেন না ওই ব্লকের তৃণমূলের এলাকাংশ কর্মী ও নেতারা। তাই তাঁকে অবিলম্বে সরিয়ে রামকৃষ্ণ রায়কে সভাপতি করার জন্য আজ বিকেলে ১৬ সেপ্টেম্বর প্রকাশ্য বিক্ষোভে শামিল হতে চলেছেন ওই ব্লকের কয়েক হাজার দলীয় কর্মী ও নেতারা। আজ তাঁরা চন্দ্রকোণা শহরের ব্লক পার্টি অফিসের সামনে ওই বিক্ষোভ দেখাবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, তৃণমূলের ওই ব্লকের দীর্ঘদিন সভাপতি পদ সামলেছেন ছাত্র অবস্থা থেকে দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত সিপিএমের হাতে বহুবার আক্রান্ত নেতা অমিতাভ কুশারী(বাপি)। তাঁকে সরিয়ে কয়েক মাস আগে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল একদা সিপিএম নেত্রী তথা ২০১১-২০১৬ টার্মে সিপিএমের বিধায়ক থেকে তৃণমূল যোগ দেওয়া ছায়া দোলইকে। গতকালই তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি সাংবাদিক সম্মেলন করে চন্দ্রকোণা-২ ব্লকের দলের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছিলেন জগজিৎ সরকারকে। কিন্তু জগজিৎবাবুকে অনেকেই মেনে নিতে পারছেন না বলে জানা গিয়েছে। আজ বিকেলেই তাঁকে সরানোর জন্য প্রকাশ্য বিক্ষোভ করছে তৃণমূল। তৃণমূলের একাংশের দাবি, যেহেতু পিকের টিম সহ দলের সিংহভাগ কর্মী ও নেতা রামকৃষ্ণ রায়কে চন্দ্রকোণা-২ ব্লক সভাপতি করতে চেয়েছিলেন। কিন্তু জগজিৎবাবু ব্যক্তিগত লবি করে ওই পদ কাড়িয়ে নিয়েছেন। তাই এটা তাঁরা কোন ভাবেই মেনে নেবেন না। সেজন্য দলের একাংশ কর্মী ও নেতা এই আন্দোলনে শামিল হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও জগজিৎবাবু বলেন, আমি দলের অত্যন্ত সাধারণ একজন কর্মী। আমি সভাপতি পদের জন্য কখনই লালায়িত ছিলাম না। এখনও নেই দল দায়িত্ব দিয়েছে। দল যদি আজকেই সরিয়ে দেয় তাতেও আমার কোনও আক্ষেপ থাকবে না। আমি দলের কর্মী হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায়ে আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে আসছি এবং কাজ করে যাব।
প্রসঙ্গত, তৃণমূলের ওই ব্লকের দীর্ঘদিন সভাপতি পদ সামলেছেন ছাত্র অবস্থা থেকে দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত সিপিএমের হাতে বহুবার আক্রান্ত নেতা অমিতাভ কুশারী(বাপি)। তাঁকে সরিয়ে কয়েক মাস আগে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল একদা সিপিএম নেত্রী তথা ২০১১-২০১৬ টার্মে সিপিএমের বিধায়ক থেকে তৃণমূল যোগ দেওয়া ছায়া দোলইকে। গতকালই তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি সাংবাদিক সম্মেলন করে চন্দ্রকোণা-২ ব্লকের দলের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছিলেন জগজিৎ সরকারকে। কিন্তু জগজিৎবাবুকে অনেকেই মেনে নিতে পারছেন না বলে জানা গিয়েছে। আজ বিকেলেই তাঁকে সরানোর জন্য প্রকাশ্য বিক্ষোভ করছে তৃণমূল। তৃণমূলের একাংশের দাবি, যেহেতু পিকের টিম সহ দলের সিংহভাগ কর্মী ও নেতা রামকৃষ্ণ রায়কে চন্দ্রকোণা-২ ব্লক সভাপতি করতে চেয়েছিলেন। কিন্তু জগজিৎবাবু ব্যক্তিগত লবি করে ওই পদ কাড়িয়ে নিয়েছেন। তাই এটা তাঁরা কোন ভাবেই মেনে নেবেন না। সেজন্য দলের একাংশ কর্মী ও নেতা এই আন্দোলনে শামিল হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও জগজিৎবাবু বলেন, আমি দলের অত্যন্ত সাধারণ একজন কর্মী। আমি সভাপতি পদের জন্য কখনই লালায়িত ছিলাম না। এখনও নেই দল দায়িত্ব দিয়েছে। দল যদি আজকেই সরিয়ে দেয় তাতেও আমার কোনও আক্ষেপ থাকবে না। আমি দলের কর্মী হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায়ে আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে আসছি এবং কাজ করে যাব।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।