চরম উত্তেজনা! চন্দ্রকোণায় রাস্তা তৈরিতে চরম দুর্নীতি, ধুলোর ওপর পিচের পরত?

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ধুলোর উপরে পিচ, একদিনের মধ্যে পিচের রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। রাস্তা [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মেরামতেতে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামের মানুষজন, ঘটনায় চরম উত্তেজনা। বন্ধ হলো রাস্তা মেরামতের কাজ।ঘটনাটি চন্দ্রকোণা-১ নম্বর ব্লকের পাইকপাড়া এলাকায়। জানা যায়, চন্দ্রকোণা-১ ব্লকের সীতারামপুর থেকে জগন্নাথপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্তা পিচের রাস্তা করা হয়েছিল প্রধান মন্ত্রী গ্রামীীণ সড়ক যোজনা রাস্তাা হিসেবে(ndcc)ঠিকাদারি সংস্থার মাধ্যমে। আর সেই রাস্তা মেরামতের ক্ষেত্রেই চরম গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকার মানুষজন। অভিযোগ, রাস্তা নতুন তৈরি করার কয়েকদিনের মধ্যেই রাস্তার বেহাল দশায় পরিণত হয়, অবশেষে ঠিকাদারি সংস্থা রাস্তা মেরামত করতে আসলে সেই রাস্তা মেরামতের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ তুললো গ্রামের মানুষজন। গ্রামের মানুষজনদের দাবি, পাতলা পিছের প্রলেপ দিয়ে রাস্তা মেরামত  হচ্ছে যা ইতিমধ্যে হাত দিলেই উঠে যাচ্ছে। গ্রামের মানুষদের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সঠিক নিয়মে দুর্নীতি মুক্ত রাস্তা হোক।

ব্লক প্রশাসন সূত্রে খবর,  রাস্তাটি টেন্ডার নেয় সমীর মাল নামে এক ব্যক্তি। কিন্তু সমীর মাল না আশায় রাস্তার দেখভালের দায়িত্বে রয়েছেন ঠিকা কর্মী বিদ্যুৎ রায়। ঠিকা কর্মীর দাবি রাস্তার কাজ সঠিক হচ্ছে কোথাও কোথাও হয়তো একটু ত্রুটি রয়ে গেছে।

এই বিষয়ে চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যক্রান্ত দলেই বলেন, একাধিক বার ঠিকাদারি সংস্থাকে বলা হলেও কাজের কাজ কিছু হয়নি দ্রুত জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হবে। আর এই দিকে গ্রাম মানুষের দাবি দুর্নীতিমুক্ত ভালো রাস্তা তৈরি করা হোক।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com