এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে হলুদ জমিতে চন্দ্রবোড়ার কামড়,সাথে সাথে চিকিৎসা শুরু

Published on: November 20, 2020 । 1:17 PM

নিউজ ডেস্ক:নিজের কৃষি জমিতে কাজ করার সময় বিষধর চন্দ্রবোড়ার কামড় দাসপুর থানার রাজনগর গ্রামের বছর ৫০ এর এক ব্যক্তিকে। শুক্রবার সকালে রাজনগরে নিজের বাড়ির সামনেই হলুদ জমিতে কাজ করছিলেন শশাঙ্ক বেরা।

স্থানীয় সূত্রে জানাযাচ্ছে সেই সময়ই হলুদ গাছের মধ্যে জড়িয়ে থাকা এক চন্দ্রবোড়া সাপ তাকে কামড় দেয়। তবে পাড়া প্রতিবেশী ও পরিবারের সদস্যরা সাথে সাথেই দাসপুর হাসপাতালে শশাঙ্ক বেরাকে নিয়ে গেছেন। সাথে সাথে সাপের কামড়ের চিকিৎসা শুরু করেছে দাসপুর হাসপাতাল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now