আগামী কাল ২৬ জুলাই চাঁইপাট কলেজে আন্তর্জাতিক আলোচনা সভা

চাঁইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য্য মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আগামীকাল ২৬-০৭-২০২১ সন্ধ্যা ৫.৪৫ মিনিটে একটি আন্তর্জাতিক আলোচনা সভা র আয়োজন করা হয়েছে। বিষয়- শতবর্ষে নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে চাঁইপাট কলেজের Official YouTube Channel এ
Link – https://youtube.com/channel/UCdczVWlaxuu-eDMmxtBMFtA আয়োজক কমিটি
কাজী তাজউদ্দিন(বিভাগীয় প্রধান), রত্নমালা নষ্কর, মীরা পাড়ুই সেন, ড. উজ্জ্বল চৌধুরী, ড. পলাশ খাটুয়া, ড. সমীর ঘোড়াই, পৌলমী চক্রবর্ত্তী। সংগে অনুষ্ঠান সূচি দেওয়া হল

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।