রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল কোর্টেই পঞ্চাশ বছর কাটিয়ে দিলেন তিন বর্ষীয়ান আইনজীবী। তাঁদের সম্মাননা দিল ঘাটাল বার অ্যাসোসিয়েশন। আজ ১৯ ডিসেম্বর ঘাটাল বার । অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিনজন বর্ষীয়ান ও প্রবীণ আইনজীবীর পঞ্চাশ বছর আইনি পেশায় কর্মরত থাকায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। ওই প্রবীণ আইনজীবীরা হলেন ভবানীপ্রসাদ গোস্বামী, তপনকুমার কারক এবং সুনীল কুমার ঘোষ। সংবর্ধনা সভায় তাঁদের দীর্ঘকাল আইনি পেশায় যুক্ত থাকায় অন্যান্য আইনজীবী ও বিচারকগণ আলোকপাত করেন। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক সেশন জজ ময়ূখ মুখোপাধ্যায়, সিনিয়র ডিভিশন সিভিল জজ সৌরভ হাজরা ও অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরিন্দম চক্রবর্তী, ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর ঘোষ, ঘাটাল বার এ্যাসোসিয়েশনের সভাপতি প্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায়, সম্পাদক রামকুমার দে প্রমুখ।
ঘাটাল কোর্টে পঞ্চাশ বছর কাটিয়ে দিলেন তিন বর্ষীয়ান আইনজীবী, সম্মাননা দিল ঘাটাল বার অ্যাসোসিয়েশন
Published on: December 20, 2025 । 7:44 AM










