তৃপ্তি পাল কর্মকার: লকডাউনে গরীব মানুষের হাতে নগদ টাকা তুলে দিলেন পেশায় স্বর্ণশিল্পী, ঘাটাল ব্লকের মূলগ্রামের বাসিন্দা। নাম তারক মণ্ডল। পেশায় তিনি স্বর্ণশিল্পী। ছশো পরিবারের হাতে নগদ তিনশো টাকা তুলে দিলেন তিনি। মূলগ্রাম, ধর্মপুর, শিমুলিয়া এলাকার দুঃস্থ মানুষদের লকডাউনে খুব সমস্যায় পড়তে হয়েছে। হাতে কাজ না থাকার ফলে কেউ কিনতে পারেননি ওষুধ, কেউ কিনতে পারেননি চাল ডাল। সেই সব দুঃস্থ পরিবার এই নগদ অর্থ পেয়ে খুব উপকৃত হলো। এলাকার মানুষ জানিয়েছেন তারকবাবু বরাবর দুঃস্থ মানুষের পাশে থাকেন। এর আগেও বহুবার তিনি সামাজিক সংকটের সময় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।