নিজস্ব সংবাদদাতা: বেশি দামে মাস্ক বিক্রি করছিলেন দাসপুর গঞ্জের এক ওষুধ দোকানের মালিক। দাসপুর থানা খবর পেয়ে সেই দোকানে হানা দিল। পুলিশ হুঁশিয়ারি দিয়ে এল, আগামী দিনে বেশি দামে মাস্ক বিক্রি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
করোনা: দাসপুরে মাস্কের দাম বেশি নেওয়ায় ওষুধ দোকানে হানা দিল পুলিশ









