নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পথ দুর্ঘটনার কবলে প্রাইভেট কার,স্থানীয়দের তৎপরতায় উদ্ধার গাড়ির মধ্যে থাকা চালকসহ যাত্রীরা। ঘটনা দাসপুর থানার কলোড়ার। আজ বৃহস্পতিবার দুপুরে দাসপুরের তেমুয়ানির দিক থেকে ঘাটাল পাঁশকুড়া সড়কে ওঠার ঠিক আগে এক প্রাইভেট কার কলোড়া বাজারের মাঝে এক গর্তের মধ্যে পড়লে এই দুর্ঘটনা। দেখতে সাধারণ দুর্ঘটনা মনে হলেও ঘটনাস্থলের ভয়াবহ পরিস্থিতি বহুদিনের। পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলোড়া থেকে তেমুয়ানি যাবার যে মূল রাস্তা সেই রাস্তার মাঝেই ব্যস্ততম কলোড়া বাজারে কিছুদিন আগেই রাতের অন্ধকারে এক কালভার্টকে ভেঙে ফেলে বড়সড় গর্তের সৃষ্টি করা হয়। সেই গর্তের উপরে বিছানো হয় বাঁশ। স্থানীয়দের অভিযোগ জল নিকাশের জন্য পাশের গ্রাম থেকে কিছু মানুষ এসে এই কাজ করেন। কিন্তু তার পর বহু জল গড়িয়েছে রাস্তার ওই অংশের আর হাল ফেরিনি,এর জেরে বেহাল দশা ওই রাস্তায় যাতায়াতকারী যাত্রীদের। আজ এই দুর্ঘটনা গ্রস্ত গাড়িটির মধ্য থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রাই। পরে গাড়িটিকে তুলতে নামাতে হয় জেসিবি।