তৃপ্তি পাল কর্মকার: ৭ সেপ্টেম্বর থেকে অনিদির্ষ্ট কালের জন্য ঘাটালে বাস চলাচল বন্ধ থাকবে? বাস মালিক সংগঠন এরকমই একটি হুমকি দিয়েছে। বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেহাল ঘাটাল-মেচোগ্রাম রাস্তা অবিলম্বে সংস্কার করার কাজ শুরু করতে হবে। আগামী সাত দিনের মধ্যে যদি সংস্কারের কাজ না আরম্ব করা হয় তাহলে তাঁরা অনির্দিষ্ট কালের জন্য ওই রাস্তা বাস চালানো বন্ধ করে দেবেন। সেই হুমকির কথাই সরাসরি জানালেন ইন্টার ও ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশনের সদস্য প্রভাত পান। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে ঘাটাল মেচোগ্রাম রাস্তা সংস্কার না করলে আমরা অনির্দিষ্ট কালের জন্য বাস চালানো বন্ধ করে দিতে বাধ্য হব।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
প্রসঙ্গত ঘাটাল মহকুমায় কোনও রেলপথ নেই। ঘাটাল-মেচোগ্রাম রাস্তার উপরেই এই মহকুমার সবাই নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন রাস্তাটিকে সংস্কার করা হয়নি। রাস্তার উপর বড়বড় গর্ত। বেহাল রাস্তার ফলে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। রাস্তার গর্তে পড়ে গিয়ে গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে যানজট হচ্ছে। বার বার পূর্ত দপ্তরকে জানিয়েও কোনও ফল হয়নি।
পূর্ত দপ্তরের ঘাটাল হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোকুল দাসমালাকার বলেন, রাস্তাটির জন্য একটি প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। এছাড়াও রাস্তাটিকে আমরা নিয়মিত মেরামতি করছি। কিন্তু এক দিকে বর্ষা অন্য দিকে ওভারলোডেড গাড়ির সংখ্যা বেড়ে গিয়েই রাস্তাটিকে ঠিক রাখতে সমস্যা হচ্ছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
Home এই মুহূর্তে ব্রেকিং ঘাটাল-মেচোগ্রাম রাস্তায় অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের হুমকি দিলেন বাস মালিকরা